চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কার্যালয়ের ভিতরের একটি ড্রেন থেকে চারটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (০৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পৌরসভা কার্যালয়ের মধ্যে থাকা একটি ড্রেন পরিষ্কার করার সময় সেখান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়৷ তবে এই ঘটনায় কাউকে এখনো আটক করেনি থানা পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন।
ওসি মো. রইস উদ্দীন জানান, রবিবার সকালে পৌরসভা কার্যালয়ের মধ্যে থাকা একটি পানি নামার ড্রেন পরিস্কার করতে গিয়ে ককটেল গুলো দেখতে পায় পরিচ্ছন্নতাকর্মীরা। পরর্বতীতে থানা পুলিশকে খবর দেয় দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত ককটেলগুলো উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কোন প্রকার সাড়া দেননি।
তবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার একাধিক সূত্র জানান, তারা বলেন উক্ত ঘটনা সমন্ধে আমরা শুনেছি যে পৌর কার্যালয়ের ভিতরে একটি পানি নামার ড্রেন পরিষ্কার করার সময় কয়েকটি ককটেল পরিত্যক্ত অবস্থায় পেয়েছে পরিচ্ছন্নতা কর্মীরা পরর্বতীতে বিষয়টি সদর থানায় জানানো হলে তারা ঘটনাস্থলে এসে ককটেল গুলো উদ্ধার করে আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন।
চাঁপাই এক্সপ্রেস/এআর
Leave a Reply