রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং
পুলিশের ডিআইজির সভায় জেলা কৃষকলীগ নেতা চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক মহলে অসন্তোষ চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি মশিউর, সাধারণ সম্পাদক জেম চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হিরোইনসহ এক যুবক আটক চাঁপাইনবাবগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার রহনপুর পৌরসভার নগর পরিচালনা অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা ও উন্নয়নমূলক কাজের পরিদর্শন সারাদেশে এনআইডি সংশোধনে সুখবর দিলো ইসি চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত দুইজন চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার দুইজন শিবগঞ্জে ভারতীয় মোবাইলসহ এক যুবক আটক

বিজয় দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

  • আপডেটের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

এক্সপ্রেস অনলাইন ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিজয় র‍্যালি ছাড়াও বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।

রোববার (১৫ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের পাঠানো এক বার্তায় বিজয় দিবসের কর্মসূচির কথা জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তায় বলা হয়েছে, ১৬ ডিসেম্বর সকালে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের ও ২০২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে দিনটি শুরু করবে সংগঠনটি। সকাল ১০টায় বিজয় র‍্যালির জমায়েত শুরু হবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। র‍্যালিটি আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হবে। র‍্যালিতে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং সর্বস্তরের ছাত্র নাগরিকরা অংশ নেবেন।

এছাড়া এদিন বাদ মাগরিব বাংলামোটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের ও ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, আজ মহান বিজয় দিবস। ৫৩ বছর পেরিয়ে ৫৪ তে পা দিল বাংলাদেশ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের রক্তে রাঙিয়ে বাংলার দামাল ছেলেরা কেড়ে এনেছিল ফুটন্ত সকাল। আজ ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

বিজয় দিবস উপলক্ষে গেল এক মাস ধরে স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। সড়কের পাশে স্থাপন করা হয়েছে রঙিন গাছ। ছোট-বড় গাছ ও ফুলের গাছগুলো কেটেছেটে করা হয়েছে পরিপাটি।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও অবমুক্ত করেন তিনি।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

চাঁপাই এক্সপ্রেস/কেএআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14