নিজস্ব প্রতিবেদক : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়েছে শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরকে।
শনিবার সকালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আয়োজনে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
মহানন্দা সেতুর সংলগ্ন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনগুলো। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সালাম, পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবাসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
পুষ্পস্তবক অর্পণ করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন স্মৃতিসৌধে, যেখানে শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সোনামসজিদ চত্বরে শহীদ জাহাঙ্গীরের মাজারে পুস্পার্ঘ অর্পণ, মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদৎ বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ভবন চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণ করা হয়। এসময় জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
চাঁপাই এক্সপ্রেস/আরকেএ
Leave a Reply