বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ বাংলাদেশী যুবক চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বান্দরবান থেকে বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ সাংবাদিক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

শিবগঞ্জ সীমান্তে নিয়ম না মেনে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বাঁধা দিয়েছে বিজিবি

  • আপডেটের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিজিবির সূত্র থেকে জানা যায়, গত রোববার (৫ জানুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সীমান্ত এলাকার চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থান, যার জিআর নম্বর ০৪৭৩৭২ এমএস ৭৮ ডি/২ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করলে চৌকা বিওপির টহল দল কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করা হয়।

বিজিবির সূত্র থেকে আরও জানা যায়, উক্ত ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) আনুমানিক বেলা ১১টার দিকে বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য আবারও মাটি খনন কাজ শুরু করে। এ ব্যাপারে বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বাধা প্রদান করলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণকাজ শুরু করে এবং অতিরিক্ত জনবল নিয়োগ করে। পরবর্তীতে ৫৯ বিজিবির অধিনায়ক এবং রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বিএসএফের স্টাফ অফিসারের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক-পরবর্তী বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণকাজ বন্ধ রাখে।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহা. রুহুল আমিন বলেন, বিনোদপুর এলাকার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নাই। তাই কাঁটাতারের বেড়া নির্মাণ করছিলেন বিএসএফের সদস্যরা। কিন্তু নিয়ম অনুযায়ী নিজেদের সীমানার ১৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া দেওয়ার নিয়ম থাকলেও বিএসএফ মাত্র ২০ গজ ভেতরে তারের বেড়া দেওয়ার চেষ্টা করছিল। তখন বিজিবি বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা চলছে। এই এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়ন করা হয়েছে। বিজিবির সঙ্গে উৎসুক জনতাও অবস্থান করছে।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভারতে মালদহ জেলার গোপালগঞ্জ থানার শুব্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্তঘেঁষা রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করেন। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। ফলে সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। আজ মঙ্গলবার আবার বিএসএফের পক্ষ থেকে ওই অবৈধ রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি আজও বাধা দেয় এবং আবারও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক-পরবর্তী বিএসএফ কর্তৃক তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণকাজ বন্ধ রাখে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা পোস্ট/এনএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14