শিবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় সাব-রেজিস্ট্রার অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেনের প্রতিবাদ করতে গিয়ে অবৈধভাবে সমন্বয়কদের উল্টো অফিস রুমে অবরুদ্ধ করে রাখেন শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের সমিতির লোকজন। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার সময় এই ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় সমন্বয়ক মোঃ মোত্তাসিন বিশ্বাস মুখ্য সংগঠক চাঁপাইনবাবগঞ্জ, রাসেল যুগ্ন সদস্য সচিব চাঁপাইনবাবগঞ্জ, জাহিদ হাসান, রাজ্জাক, শাকিল।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে ঢুকে জমি রেজিস্ট্রি বাবদ অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সমিতির লোকজন সেখানে জড়ো হয়ে তাদেরকে আটক করে।
উক্ত ঘটনার সংবাদ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ও শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করেন ও তাদের প্রকৃত পরিচয় জানেন। উল্লেখিত সমন্বয়ক গণ সাব-রেজিস্ট্রার অফিস হইতে ছাড়া পেয়ে শিবগঞ্জ থানায় এসে সংবাদ সম্মেলন করে সমন্বয়ক মোঃ মোত্তাসিন বিশ্বাস মুখ্য সংগঠন চাঁপাইনবাবগঞ্জ বলেন, আজকে যে ঘটনা ঘটেছে শিবগঞ্জ উপজেলা সাব-রিজিস্ট্রের অফিসে যে জমির দলিল গুলো লিখানো হয় সেই গুলো বাবদ প্রতি দলিলে ৬ হাজার টাকা প্রতিদিনে প্রায় ১০০ টি দলিল লিখা হয়।
একদিনে প্রায় ৬ লক্ষ টাকা অতিরিক্ত আদায় করা হয় এটার কোন অফিসিয়াল প্রসেসিং নাই। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি মহরিল সমিতির সাধারণ সম্পাদক মোঃ জেম আলীর ঘুষ নেওয়ার ভিডিও ফুটেজ সংগ্রহ করে শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রের অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান স্যারের কাছে গিয়ে এবিষয়ে কথা বললে স্যার বলেন আপনি যে ভিডিও দেখালেন যারা এ ধরনের টাকা লেনদেন করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে ওয়েটিং রুমে বসতে বলে শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি মহরিল সমিতির সাধারণ সম্পাদক মোঃ জেম আলীসহ সমিতির লোকজন নিয়ে এসে আমাদের উপর হামলার চেষ্টা করে। পরে শিবগঞ্জ থানা পুলিশ এসে আমাদের উদ্ধার করে।
এমতাবস্থায় শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রির মহরিল সমিতির সিন্ডিকেটে যারা জড়িত প্রতেকের বিচারের আওতায় আনতে হবে এবং যারা ঝামেলা সৃষ্টি করেছে অবরুদ্ধ করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
চাঁপাই এক্সপ্রেস/এএনও
Leave a Reply