নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে আওয়ামীলীগ কার্যালয় ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ ছাত্রজনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগে, বিকেল ৩টায় ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির ব্যানারে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে জমায়েত হয়ে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিতে বুলডোজার বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ওয়ালটন মোড়স্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরসহ অগ্নিসংযোগ দেওয়া হয়। এসময় পার্শ্ববর্তী একটি ক্লাবের ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধরা।
পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের রাজনৈতিক কার্যালয়েও ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলেও তা উপেক্ষা করে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
চাঁপাই এক্সপ্রেস/এএআর
Leave a Reply