নিজস্ব প্রতিবেদক : বুলডোজার কর্মসূচি কে ঘিরে লুটপাটের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জবাসীকে সচেতন করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে।
সর্তকবার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকে বলা হয়েছে প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আসসালামু আলাইকুম আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আমাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল আস্তানা ও মুজিববাদ উৎখাত উদ্দেশ্যকে অনেক ষড়যন্ত্রকারীরা ভিন্ন খাতে প্রভাবিত করে লুটপাট করতে চাচ্ছে। এবং জনগনের জানমালের ক্ষতিসাধন করার পরিকল্পনা আঁকছে। তাই আমাদের আজকের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। এরপরেও কেউ কোনো মব (বড় ধরণের হট্টগোল) ঘটালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা কোন ভাবেই দায়ী থাকবে না। আহ্বানে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চাঁপাইনবাবগঞ্জ শাখা।
চাঁপাই এক্সপ্রেস/আরও
Leave a Reply