নিজস্ব প্রতিবেদক : আরামবাগ ক্রিকেট ক্লাব কতৃক আয়োজিত নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭:৩০মিনিটে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মামুন সাইকেল স্টোর ও লাবিব একাদশ। উক্ত খেলাটি উদ্ভোদন করেন মোঃ সাব্বির আহমেদ, সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চাঁপাইনবাবগঞ্জ।
উদ্ভোদন শেষে লাবিব একাদশ টসে জিতে ব্যাট করতে নেমে ১০ওভারে ৪ইউকেট হারিয়ে দলীয় ১০১রান সংগ্রহ করে মামুন সাইকেল স্টোর কে ১০২রানের একটি বড় টার্গেট বেঁধে দেয়। ১০২রানের টার্গেট তাড়া করতে নেমে মামুন সাইকেল স্টোর ৮ ইউকেট হাতে রেখে লাবিব একাদশ কে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয়। এবং খেলায় ম্যান অব দ্য ফাইনাল হয় মামুন সাইকেল স্টোরের খেলোয়াড় সিহাব। খেলাটি শেষে চ্যাম্পিয়ন দলের পক্ষ থেকে ট্রফি ও প্রাইজ মানি গ্রহণ করে মামুন সাইকেল স্টোরের প্রোপাইটর ও টিম ম্যানেজার মামুল আলী ও অধিনায়ক আবুল বাশার। এবং রানার্স আপ দলের পক্ষ থেকে ট্রফি ও প্রাইজ মানি গ্রহণ করে লাবিব একাদশের অধিনায়ক লাবিব।
রানার্সআপ লাবিব একাদশ
ম্যান অব দ্য ফাইনাল সিহাব
উক্ত খেলায় সভাপতিত্ব করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মোঃ মাসউদ। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সেরাজুল ইসলাম জারজিস, ফারুক হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রোপাইটর মোঃ ফারুক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ১৪নং ওয়ার্ডের সভাপতি রবিউল আওয়াল পলাশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদস্য সচিব মোঃ সাব্বির আহমেদ সহ স্থানীয় ব্যক্তিবর্গ ও আরামবাগের যুব সমাজ।
চাঁপাই এক্সপ্রেস/এআ
Leave a Reply