চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী ভোটগ্ৰহণ শেষে সন্ধ্যায় বিভিন্ন পদে ১৩জন প্রার্থী বিজয় লাভ করেন।
২০২৫ সালের জন্য সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মহাম্মদ ইসাহাক এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাঃ মাহমুদুল ইসলাম (কনক)। নির্বাচনে ৮টি পদে ৯জন ও নির্বাহী সদস্য পদে ৪জন মিলে মোট ১৩ নির্বাচিত প্রার্থী নিয়ে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে মিসেস আনজুমান আরা, সহ-সভাপতি পদে আলহাজ্ব মোঃ সোহরাব আলী (২), সহ সাধারণ সম্পাদক পদে এম আব্দুস সালাম ও ফরিদ আহমেদ (জনি), অর্থ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম আজিজি, গ্রন্থাগার সম্পাদক পদে মুঃ আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে তানভীর রহমান (নিতু) এবং নির্বাহী সদস্য পদে এম এম এস মেহেদী হাসান (শাওন), সাবিনা ইয়াসমিন, মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ নাজমুস সাকিব নির্বাচিত হয়েছেন।
চাঁপাই এক্সপ্রেস/এএআ
Leave a Reply