চাঁপাইনবাবগঞ্জ : “বাংলাদেশে আইন চাই, ধর্ষকের ফাঁসি চাই” এই শ্লোগানে সারাদেশে ঘটে যাওয়া সকল ধর্ষণের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তব্য রাখেন—বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক মাহিন খান, নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী রিনা, বিজয় নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী রাহাত আলী, শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থী ফরহাদ হোসেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহিনুল হক।
প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা মাগুরায় নিজ পরিবারে ধর্ষণের শিকার শিশু আসিয়ার ঘটনায় দোষীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। এছাড়াও, ধর্ষণবিরোধী কঠোর আইন সংস্কারের আহ্বান জানানো হয়।
যদি এসব দাবির বাস্তবায়ন না হয়, তবে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এর আগে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে একত্রিত হয়ে বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মিলিত হন এবং সেখানে সমাবেশ করেন।
এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার ব্যক্ত করেন।
চাঁপাই এক্সপ্রেস/এএস
Leave a Reply