নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপি ও ফিলিস্তিনিদের উপর নৃশংস হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তৌহিদী জনতা।
গত বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ব্যানারের ছবি প্রচার করে এই কর্মসূচির ডাক দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের সকল ধর্মপ্রাণ মুসলমানরা। ব্যানারটিতে দেখা গেছে শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র শান্তিমোড়ে বিশ্বব্যাপি ও ফিলিস্তিনিদের উপর নৃশংস হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে এতে চাঁপাইনবাবগঞ্জের সকল ধর্ম প্রাণ মুসলমান কে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য যে, হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের মুক্ত না করায় যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনে আবারও সামরিক হামলা চালিয়েছে ইসরায়েলের নেতানিয়াহু প্রশাসন।
চাঁপাই এক্সপ্রেস/এসএন
Leave a Reply