ফয়সাল আহমেদ : চাঁপাইনবাবগঞ্জের শতবছরের বিদ্যাপীঠ হরিমোহন স্কুলের প্রাক্তন ছাত্রদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকাল ৫ টায় স্কুল মাঠে অনুষ্ঠিত এই মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রতি বছর রমজান মাসে দেশের বিভিন্ন স্থানে কর্মরত হরিমোহন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। এবারের মাহফিলে প্রায় ৩০টি ব্যাচের ২০০০ শিক্ষার্থী একটি প্রাঙ্গণে অংশগ্রহণ করেন।
এ প্রসঙ্গে প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, “দেশের বিভিন্ন স্থানে আমরা কর্মজীবনে ব্যস্ত থাকি, কিন্তু এই একটি দিন আমরা একত্রিত হতে পেরে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়। স্কুল জীবনের স্মৃতিচারণে, আড্ডায় মেতে ওঠা যেন এক অন্যরকম আনন্দ।”
তারা আরও বলেন, “এই আয়োজন আমরা প্রতিবছর করতে চাই, যাতে ছোট-বড় সবাই একত্রিত হয়ে একাকার হয়ে যেতে পারে।”
ইফতার মাহফিলে আলোচনা, দোয়া এবং একই মাঠে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। হরিমোহন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা জানান, এবারের ইফতার মাহফিলটি স্মরণকালের সেরা হয়ে থাকবে কারণ ১৯৭৮ ব্যাচ থেকে শুরু করে ২০২৫ সালের মধ্যে প্রায় ৩০টি ব্যাচ এই মাহফিলে অংশগ্রহণ করেছে।
এটি একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে, যা হরিমোহন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একত্রিত হওয়ার এবং তাদের স্কুল জীবনের স্মৃতি চারণের সুযোগ সৃষ্টি করে।
চাঁপাই এক্সপ্রেস/এআ
Leave a Reply