ফয়সাল আহমেদ : চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুইদিন পর আকাশ (৩০) নামে এক হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের পাশের দরগা পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
নিহত আকাশ ঝিলিম ইউনিয়নের আমনুরা বালিকা পাড়ার বাসিন্দা ও মৃত আয়নাল হকের ছেলে। তার ছোট ভাই আশিক জানান, গত ৩০ মার্চ রবিবার রাতে হোটেলের কাজ শেষে ঈদের বাজার নিয়ে বাড়ি ফেরার কথা ছিল আকাশের। পরিবারের সঙ্গে ফোনে কথা হলেও এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে স্থানীয় এক ব্যক্তি পুকুরে কিছু ভাসতে দেখে পরিবারকে জানান। পরে দেখা যায় সেটি আকাশের মরদেহ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।
চাঁপাই এক্সপ্রেস/আরএ
Leave a Reply