চাঁপাই এক্সপ্রেস ডেস্ক : বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার দিল্লিতে আয়োজিত এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ উদ্বেগের কথা জানান।
জয়সওয়াল বলেন, “যথাযথ প্রক্রিয়া ছাড়া কোনো রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ অত্যন্ত উদ্বেগজনক। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশে রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরের সংকোচন ভারতকে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন করে।”
তিনি আরও জানান, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারত জোরালোভাবে মত দিয়ে আসছে এবং আশা করছে অচিরেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার অন্তর্বর্তী সরকারের এক আদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সকল কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একইদিন নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত ঘোষণা করে। উল্লেখ্য, শেখ হাসিনা চলতি বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারত গমন করেন।
চাঁপাইএক্সপ্রেস/এএঅ
Leave a Reply