চাঁপাই এক্সপ্রেস ডেস্ক : বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সব রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে সরকারিভাবে।
এই সিদ্ধান্ত নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ১৩ মে’র নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন তোলা হলে, মুখপাত্র মাইকেল “টমি” পিগট বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না।
তিনি বলেন, “আমরা একটি মুক্ত, অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিচার ব্যবস্থাকে সমর্থন করি।” তিনি আরও যোগ করেন, মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠন করার স্বাধীনতা যেন সকল নাগরিকের জন্য নিশ্চিত করা হয়-যুক্তরাষ্ট্র সেই আহ্বানই জানায়।
ব্রিফিংয়ে আরও দাবি করা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছে। প্রশ্নে বলা হয়, সরকারের একজন উপদেষ্টা লস্কর-ই-তইয়্যেবা সংশ্লিষ্ট হারুন ইজহারের সঙ্গে বৈঠক করেছেন, যা একটি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জবাবে মার্কিন মুখপাত্র বলেন, “এই বিষয়ে আমাদের অবস্থান আগেই বলা হয়েছে। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে মূল্য দিই এবং বর্তমান সরকারের সঙ্গেও সেই সম্পর্ক বজায় রেখে কাজ করছি।”
চাঁপাইএক্সপ্রেস/এআ
Leave a Reply