ইসমাইল : চাঁপাইনবাবগঞ্জের সদরের গোবরাতলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার গোবরাতলা ইউনিয়নের পালসা গ্রামে ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে।
শনিবার (১৭ মে) ভোক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোর স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
শুক্রবার দুপুরে খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত কিশোর। বিষয়টি বাড়ির লোকজন ও প্রতিবেশীরা টের পেলে স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে শনিবার সকালে এ ঘটনায় ভোক্তভোগী শিশুর মা বাদী হয়ে ওই কিশোর এবং তার বাবাকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে পাঠিয়েছে।
শিশুটির মেডিক্যাল টেস্ট সম্পন্ন হয়েছে। আদালতে শিশুটির ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করা হয়েছে।
চাঁপাই এক্সপ্রেস/এএআ
Leave a Reply