শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশের পণ্য গুলোতে ভারত আমদানিতে নিষেধাজ্ঞা দিলেও দেশের দ্বিতীয় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কোনো চিঠি না আসায় স্বাভাবিকভাবে ভারতে পণ্য রপ্তানি করছেন ব্যবসায়ীরা।
রোববার (১৮ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ থেকে পোশাকসহ ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের চিঠি আসেনি।
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আগের মতো স্বাভাবিকভাবে পণ্য রপ্তানি হচ্ছে। তবে শুনেছি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি করা যাবে না বরং নৌপথে রপ্তানি করা যাবে। তিনি আরো বলেন, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ২৯০টি পণ্যবোঝাই ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে। এছাড়া ১২টি পণ্যবোঝাই ট্রাক ভারতে রপ্তানির অপেক্ষায় রয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে হাফপ্যান্ট, গেঞ্জি, প্লাস্টিক পণ্য, জুস ও পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে। সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
চাঁপাই এক্সপ্রেস/দৈনিক ইনকিলাব
Leave a Reply