রাজশাহী থেকে : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সেখেরপাড়া গ্রামে পদ্মা নদীর একটি বালুমহালের ইজারা বাতিলের দাবি জানিয়ে জেলা প্রশাসককে (ডিসি) ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
রোববার (১৮ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাজশাহীর সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। সময়মতো ব্যবস্থা না নিলে ডিসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তারা।
বক্তারা অভিযোগ করেন, ইজারাপ্রাপ্ত ব্যক্তি মোখলেসুর রহমান মুকুল একজন মামলার আসামি এবং গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। এরপরও তিনি কীভাবে টেন্ডারে অংশ নিলেন ও অর্থ জমা দিলেন—সে প্রশ্ন তোলেন বক্তারা। তারা মুকুলকে “আওয়ামী দোসর” বলে আখ্যায়িত করে ইজারা বাতিলের দাবি জানান। মানববন্ধন শেষে ডিসির বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও বালু ব্যবসায়ী আব্দুল মান্নাফ। আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি শাহানুর ইসলাম মিঠু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলী হোসেন, ও সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা প্রমুখ।
চাঁপাই এক্সপ্রেস/এমএ
Leave a Reply