শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। শনিবার সকাল থেকে স্থলবন্দরের শূন্যরেখায় ভারতীয় পণ্যবাহী ট্রাক এলেও কাস্টমসের ছাড়পত্র না পাওয়ায় বাংলাদেশে প্রবেশ করতে পারেনি প্রায় দুই শতাধিক ট্রাক।
এসব ট্রাকে পাথরসহ বিভিন্ন পণ্য রয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকায় তীব্র জটের সৃষ্টি হয়েছে মনে করছেন ব্যবসায়ীরা। তবে বিকেল ৫টার পর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেড় শতাধিক ভারতীয় পণ্যবাহী ট্রাক ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস কর্মকর্তারা বলছেন, জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর বিলুপ্ত করার প্রতিবাদে অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক সোনামসজিদ স্থল কাস্টমসের এক কর্মকর্তা বলেন, এনবিআর বিলুপ্ত করার প্রতিবাদে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত কর্মকর্তারা। এরই অংশ হিসেবে স্থলবন্দর কাস্টমসের কর্মকর্তারা সকাল ৯টা থেকে কর্মবিরতি পালন করছেন। বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলে।
ভারতীয় ট্রাক চালক রাজা রায় বলেন, সকাল দশটার দিকে তিনি সোনামসজিদ বন্দরে ঢোকার চেষ্টা করলে জানতে পারেন যে, বাংলাদেশে কর্মবিরতি চলছে। তাই তিনি শূন্যরেখায় চার ঘণ্টা থেকে আটকে রয়েছেন। ভারতীয় ট্রকচালক বিশ্বজিত ঘোষ বলেন, বাংলাদেশ ও ভারতের সীমান্ত রেখা থেকে ভারতের অভ্যন্তরে ৫০ থেকে ৬০টি পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। অন্যদিকে আমদানিকারকের প্রতিনিধি গাজী আলম বলেন, আকস্মিক এ কর্মবিরতির কারণে তার সাতটি পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে জিরো পয়েন্টে। ছাড়পত্র দেওয়া হলে বন্দরে এসব ট্রাক প্রবেশ করতে পারবে।
বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম বলেন, সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেনি। আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাকগুলো শূন্যরেখা থেকে ভারতের মহদিপুর বন্দরে অপেক্ষা করছে। ওপারে আমদানি পণ্যবাহী কয়েক’শ ট্রাক আটকা পড়েছে। এর আগে এক সপ্তাহ ধরে প্রতিদিন পাঁচ ঘণ্টা করে কলম বিরতি কর্মসূচি পালন করে আন্দোলনরত কর্মকর্তারা।
তবে ওই সময় স্থলবন্দর কলম বিরতির আওতামুক্ত ছিল। এদিকে সোনামসজিদ স্থল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা কামরুল হাসান বলেন, বিকেলে ৫টার পর সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পণ্যবাহী ভারতীয় দেড় শতাধিক ট্রাক ছাড়পত্র দেওয়া হয়েছে।
চাঁপাই এক্সপ্রেস/আএএ
Leave a Reply