গোমস্তাপুর প্রতিনিধি : এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৭ জন কে পুশইন করলো ভারত। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিবিষন সীমান্ত দিয়ে পুশইনকৃত ১৭ জনকে পুলিশের নিকট হস্তান্তর করেছে বিজিবি। মঙ্গলবার বিকেলে গোমস্তাপুর থানা পুলিশের নিকট তাদের হস্তান্তর করা হয়।
এর আগে মঙ্গলবার ভোরে তাদের উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন সীমান্তের লালমাটিয়া নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) বিভিষণ বিওপির সদস্যরা সীমান্ত পিলার ২১৯/৭১ আর হতে ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালমাটিয়া নামক স্থান থেকে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৪জনপুরুষ,৪ মহিলা ৯জন শিশু রয়েছে। বাংলাদেশী নাগরিকদেরকে আটক করে।
আটককৃতরা হলো, মফিজুল হক (২৬), মনজু বেগম (২২), মিতু আক্তার (১৩), বেলাল (০৪), মরিয়ম (২), ববিতা বেগম (৩৪), রফিয়া বেগম (৬০), শাহাজুল ইসলাম (৪২), মামুন মিয়া (১৮), মাসুদ (১৩), রিদয় ইসলাম (০৪), শ্রী বুলু চন্দ্র সেন (৪০), শ্রীমতি সুনোতি রানী (৩৪), শ্রী সুশান্ত চন্দ্র(৮), শ্রী সুমন চন্দ্ৰ বৰ্মন (০৬), শ্রী গোপাল চন্দ্ৰ বৰ্মন (০৪), শ্রী বুলবুলি চন্দ্ৰ বৰ্মন (১৬)।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন যাবত ভারতের অভ্যন্তরে কাজ করে আসছিল। গত ১৭ মে ভারতীয় পুলিশ তাদের হরিয়ানা প্রদেশ থেকে আটক করে ট্রেনযোগে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় নিয়ে আসে। সেখান থেকে বাসযোগে গত ২৪ মে সন্ধ্যায় ভারতের ৮৮ বিএসএফএফের ইটাঘাটা ক্যাম্পের নিকট হস্তান্তর করে।
সোমবার রাতে বিএসএফ তাদের বিবিষন সীমান্তের ২১৯/৭১-আর পিলারের নিকট দিয়ে বাংলাদেশে পুশইন করে। ১৬ বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁপাই এক্সপ্রেস/তুহিন
Leave a Reply