নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদ-ঊল-আযহা উপলক্ষে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ’র উদ্যোগে বিশেষ ভিজিলেন্স টিম ও ফিটনেস পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার (৪ জুন) সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেয় বিআরটিএ সহকারী পরিচালক শাহ জামাল হক, মোটরযান পরিদর্শক আব্দুল খাবিরু, সহকারী পরিদর্শক আবু হুজাইফা, শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান এবং মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।
এই অভিযানে বিভিন্ন বাস কাউন্টার এবং যানবাহন পরিদর্শন করা হয়। ফিটনেসবিহীন যানবাহন যেন রাস্তায় চলাচল করতে না পারে। সে বিষয়ে সংশ্লিষ্ট পরিবহণ মালিকদের সতর্ক করে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া কোন পরিবহন যেন অতিরিক্ত ভাড়া আদায় না করে। সে বিষয়ে ভিজিলেন্স টিমের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
চাঁপাই এক্সপ্রেস/এএসও
Leave a Reply