সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনামসজিদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ বাংলাদেশী যুবক চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বান্দরবান থেকে বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

গোমস্তাপুর ও শিবগঞ্জে পৃথক দুটি ঘটনায় দুইজন নিহত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

গোমস্তাপুর ও শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বাশেদ আলী বিশু (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫-৬ জন। অন্যদিকে জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুরে জমি-জমা নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা (৩৮) নামের এক মধ্যবয়সী নিহত হয়েছে।

নিহত বিশু গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামের আবুল হোসেনের ছেলে ও নিহত মাসুদ শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি রইস উদ্দিন জানান, সোমবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুরের সুবইল গ্রামের ঈদগাহ মাঠে শিশুরা ক্রিকেট খেলছিল। মাঠে থাকা ছোট ছোট গাছে থাকা আমের ক্ষতি হবার আশঙ্কায় ক্রিকেট খেলতে নিষেধ করা হলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইপক্ষের লাঠি সোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাশেদ নিহত হন এবং আহত হন অন্তত ৫ থেকে ৬ জন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি রইস উদ্দিন।

অন্যদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, রবিবার (৮ জুন) রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামে পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাসুদ রানার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা নিহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আরও বলেন, এজাহার পেয়েছি মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চাঁপাই এক্সপ্রেস/এএআ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14