নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ উপলক্ষে সাধারণ যাত্রীদের যাত্রা নিরাপদ করতে বিআরটিএর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন শেষে যাত্রী সাধারণের ঈদ ফিরতি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে মোবাইল কোর্ট এর মাধ্যমে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আতিকুর রহমান। ট্রাফিক পুলিশ বিভাগ ও বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিন মোঃ শাহেজমাল হক, সার্বিক সহযোগিতা করেন চাঁপাইনবাবগঞ্জ বিআরটি এর কর্মচারী বৃন্দ
অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে মনিটরিং কার্যক্রম গ্রহণ করা হয়। এছাড়া অতিরিক্ত গতিতে মোটরযান চালানো, ফিটনেস বিহীন মোটরযান, হেলমেট বিহীন মোটরসাইকেল এবং লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
এমজেড
Leave a Reply