নবাবগঞ্জ সদর : চাঁপাইনবাবগঞ্জ সদরে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের খুন হওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টার সময় চাঁপাইনবাবগঞ্জের সদর পৌর সভার চর মোহনপুর (১২নং ওয়ার্ডের) লাহাপাড়া এলাকায় পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত বেলাল উদ্দিন এর ছেলে আব্দুর রশিদ (৪৭) কে তার আপন ভাই ছুরিকাঘাত করে আহত করে।
পরে আত্মীয়-স্বজন আহত আব্দুর রশিদকে উদ্ধার পূর্বক ২৫০শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান জানান, মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এজেডও
Leave a Reply