শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ বাংলাদেশী যুবক চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বান্দরবান থেকে বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা ও সমাবেশ

শিবগঞ্জে ভাতিজার ছুরির আঘাতে চাচা খুন

  • আপডেটের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
ছবি : চাঁপাই এক্সপ্রেস নিউজ

শিবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছে।

শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ৮ টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর এলাকায় এঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম (৫০) মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে মোবারকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সবুজ আলী সজুন। সুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাই ভাতিজাদের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে ধোবপুকুর বাজারে কাজলের হোটেলের সামনে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আনাস ধারালো অস্ত্র দিয়ে চাচা নজরুল ইসলামকে ছুরিকাঘাত করেন। এ সময় নজরুল ইসলামকে বাঁচাতে গিয়ে ইউপি সদস্য সবুজ আলী ছুরিকাঘাতে আহত হন। এ ঘটনায় নজরুল ইসলাম মারা যায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, শিবগঞ্জে উপর ধোপপুকুর গ্রামে পারিবারিক জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে নজরুল ইসলামের সঙ্গে তার ভাই আরাফাতের দু’ ছেলে আনাস ও আব্বাসের কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে আনাস ও আব্বাস তাদের হাতে থাকা চাকু দিয়ে কুপিয়ে নজরুল ও সবুজকে আহত করে। এতে মারাত্মকভাবে আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি গোলাম কিবরিয়া।

এজেএম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14