শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
ব্রেকিং
নাচোলে ডোবা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করলো স্বজনরা গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ চাঁপাইনবাবগঞ্জে ক্রমাগত বাড়ছে ডায়রিয়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯ জন চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রকট আকার ধারণ করেছে ডেঙ্গু নতুন আক্রান্ত ২৩ জন জুলাই পদযাত্রায় অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জে আসছেন এনসিপি নেতারা শেখ হাসিনার প্রতি সুর বদলাচ্ছে ভারতীয় মিডিয়া রাজশাহীসহ সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর সোনামসজিদ স্থলবন্দরে কমপ্লিট শাটডাউন বন্ধ সকল কার্যক্রম

রাজশাহীতে দুই সপ্তাহে ৪০ জনের করোনা শনাক্ত

  • আপডেটের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
ছবি : সংগৃহীত

রাজশাহী : রাজশাহীতে নতুন করে আবারও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। জুন মাসের প্রথম ১৫ দিনে জেলায় ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) সূত্রে জানা গেছে, এখন নিয়মিতভাবে আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে। তবে শুরুর তুলনায় আক্রান্তের হার কিছুটা কম। গত ১৫ দিনে ১৬৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ২৬ শতাংশ।

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এসএমএম রাজিউল করিম বলেন, “এই হার উদ্বেগজনক হলেও রাজশাহীকে এখনই হটস্পট বলা যাবে না। কারণ শনাক্তরা সবাই শুধু রামেক ল্যাবেই পরীক্ষিত।”

তিনি জানান, সংক্রমণ শুরু হয়েছে ঈদের আগেই। কী পরিমাণ সংক্রমণ হচ্ছে তা নিরূপণে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে। তবে ইতিবাচক দিক হলো- এখন পর্যন্ত কেউ হাসপাতালে ভর্তি হয়নি।

এদিকে, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে প্রস্তুতি। চালু রাখা হয়েছে ৩০ শয্যার আইসোলেশন ওয়ার্ড, গঠন করা হয়েছে চিকিৎসক-নার্সদের বিশেষ টিম।

রামেক অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যেসব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, তা মারাত্মক ঝুঁকিপূর্ণ নয়। তবে ভারতের কিছু সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক থাকতে হবে। সরকার হয়তো সীমান্ত এলাকায় বাড়তি নজর দেবে।”

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, “সবারই উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা।”

তিনি জানান, করোনা রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ডে ৩০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছে আলাদা মেডিকেল টিম।

এএমকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14