বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে র‍্যালী ও পরিষ্কার পরিছন্নতা অভিযান নাচোলে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে আন নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় অন্ধকল্যাণ সমিতি কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জে পুকুর রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নাগরিক আটক গোমস্তাপুরে অবৈধভাবে ১৭৪ বস্তা সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

এইচএসসি পরীক্ষায় মাস্ক-স্যানিটাইজার বাধ্যতামূলক আরও মানতে হবে যা যা নির্দেশনা

  • আপডেটের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
এইচএসসি পরীক্ষায় মাস্ক-স্যানিটাইজার বাধ্যতামূলক আরও মানতে হবে যা যা নির্দেশনা

চাঁপাই এক্সপ্রেস ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষায় মাস্ক-স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। দেশে করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আন্তঃশিক্ষা বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৬ জুন) সকালে এই বিশেষ নির্দেশনা বাস্তবায়নে সকল জেলার ডিসি, ইউএনও, শিক্ষা কর্মকর্তা, সিভিল সার্জনদেরকে চিঠি পাঠানো হয়েছে।

‌‘অতীব জরুরি’ ওই চিঠিতে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সবার মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সারা দেশে করোনাভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে এবার বিশেষ কিছু নির্দেশনা মেনে চলতে হবে।

নির্দেশনাগুলো হলো-

১. কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ পরীক্ষাসংশ্লিষ্ট সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক।

২. পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

৩. ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

৪. পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে।

৫. পরীক্ষা কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে।

৬. প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে। এ বিষয়ে সিভিল সার্জন/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।

৭. জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে।

আদেশে আরও বলা হয়, শিক্ষক-পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

গত বছর অর্থাৎ ২০২৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী। সেই হিসাবে এ বছর পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন।

এএমআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14