ইসমাইল হোসেন : চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মা ও ছেলেকে আটক করেছের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সকালে জেলার সদর উপজেলার দশরশিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, দশরশিয়া গ্রামের মৃত আমির হোসেনের স্ত্রী চেমালী বেগম (৪৮) ও তাদের ছেলে মো: সেলিম রেজা (২৫)।
চৌধুরী ইমরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল চেমালী বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় সাড়ে ৯ গ্রাম হেরোইনসহ চেমালী বেগম ও তার ছেলে সেলিম রেজাকে আটক করা হয়।
পরে সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আটক মা ও ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এজেডএ
Leave a Reply