নিজস্ব প্রতিবেদক : “গণমাধ্যমকর্মীদের কল্যাণে” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সাংবাদিক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ হয়েছে।
সোমবার রাতে শিবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে এই সংগঠনটির আত্মপ্রকাশ হয়। সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আহসান হাবিব ও সাধারণ সম্পাদক হয়েছেন দেশ টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তারেক রহমান।
এছাড়া সহ-সভাপতি পদে খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মামুন উর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মুক্ত খবরের উপজেলা প্রতিনিধি শামসুন্নাহার সোহানা, কোষাধ্যক্ষ আমার বাঙলা পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ফরহাদ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আতিক ইসলাম সিকো, নির্বাহী সদস্য বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি নাদিম হোসেন, বাসসের জেলা সংবাদদাতা শরিফুল ইসলাম ও কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ফরহাদ হোসেন।
এসএমকে
Leave a Reply