বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা আবারও গ্রেফতার ইভ্যালির রাসেল ও শামীমা দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ছাত্র-যুবকদের নিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে (২২ নভেম্বর) শনিবার দুপুর ৩ ঘটিকায় জামায়াতে ইসলামীর ছাত্র-যুবকদের নিয়ে বিশাল সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

‘সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ’ স্লোগানে-এ সমাবেশে এক লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করেছে  দলটি। জামায়াত নেতাদের ভাষ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এরকম নজিরবিহীন সমাবেশ আয়োজন কেউ করতে পারিনি। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসালামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও নবাবগঞ্জ সরকারি কলেজে সাবেক ভিপি  চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনে জামায়াতে মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি বক্তব্য দেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকসু ভিপি সাদিক কায়েম, রাকুস ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি।

এছাড়াও আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সাবেক মেয়র অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক সদর উপজেলার চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান প্রমুখ।

ভোটারদের মাঝে মুলত তিন ভিপির সমাবেশে উপস্থিত করে মূল আকর্ষণ করেছে দলটি। জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জে বড় সমাবেশের মাধ্যমে তাদের শক্তি-সামর্থ ও জনসমর্থন জানান দেবে। যাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে।

যাদের বুকের তাজা রক্ত আর সাহসিকতার আগুনে ছিন্নভিন্ন হয়েছে স্বৈরতন্ত্রের দেড় দশকের ক্ষমতার মসনদ। লোকে লোকারণ্য হবে। সমাবেশ বাস একাডেমিক এক্সিলেন্স তরুণদের নেতৃত্বে অর্জিত ২০২৪-এর গণ-অভ্যুত্থান জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ।

আগামী নতুন বাংলাদেশ তরুণদের হাতে গড়ে উঠবে। জুলাই-আগস্টের জন-আকাঙ্খা বাস্তবায়ন, নব্য ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ন্যায্যতার আকাঙ্ক্ষার কথা তুলে ধরে।

এ সমাবেশে দলের সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে  চাঁপাইনবাবগঞ্জসীর প্রতিটি ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান অতিথিরা।

এসএমকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14