নিজস্ব প্রতিবেদক : তরুণ প্রজন্মকে মুঠোফোন, অবাধ ইন্টারনেট ব্যবহার, মাদকসহ অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আগামী ৫ ডিসেম্বর Victory Run With Bulbul for Chapainawabganj ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ প্রার্থী ও সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুল।
আজ বুধবার (০৩ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ট্রাক টার্মিনালে সংবাদ সম্মেলনে এসব কথা জানান চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি আবু বক্কর।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য রেজিষ্ট্রেশন করেছেন ৫ হাজার একশত জন তরুণ যুবক।
তিনি আরও বলেন, আসছে আগামী ০৫ ডিসেম্বর সকাল ৭টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ট্রাক টার্মিনাল থেকে শুরু হয়ে সদর উপজেলার দেবীনগর ইউনিয়ন শেষ হবে।
এসময় উপস্থিত ছিলেন, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সদস্য এ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, এ্যাডভোকেট মাসুদ রানা প্রমুখ।
এসএমও
Leave a Reply