শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ  কলেজের বার্ষিক  পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা চাঁপাই গ্ৰামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের টোলঘর এলাকায় পিস্তল ও গুলিসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ :
জেলা পর্যায়ে বিদেশ ফেরত অভিবাসীদের জন্য কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
বুধবার (১০ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাকের ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্ন মাইগ্রেন্টস, প্রত্যাশা-০২ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ এ সময় তিনি বলেন, “রেফারেল মেকানিজম বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেবার তালিকা প্রস্তুত করে বিভিন্ন সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”তিনি আরও বলেন, বিদেশগামীদের বিদেশে কী করা উচিত এবং কী করা উচিত নয় তা বোঝানো জরুরি, এবং কোনো প্রকল্প শেষ হলেও বিদেশফেরতদের সেবা যেন বন্ধ না হয়—সে বিষয়ে সরকারকে নেতৃত্ব দিতে হবে।
বুধবার (১০ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় রেফারেল সার্ভিস কার্যকারিতা বিষয়ে জেলা পর্যায়ের এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ একরামুল হক বলেন, “বিদেশ যাওয়ার সময় প্রতারণার ঝুঁকি কমাতে টাকা-পয়সা লেনদেনে সতর্কতা অত্যন্ত জরুরি।
”অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রহিম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক অখলাক-উজ-জামান।
কর্মশালায় বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ ও রেফারেল মেকানিজম বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ শামসুজ্জামান।
স্বাগত বক্তব্য প্রদান করেন এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান।
উপস্থিত ছিলেন—সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিগণ, প্রবাসবন্ধু ফোরামের সদস্যবৃন্দ, বিদেশফেরত অভিবাসী ও তাদের পরিবার।বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম।
ব্র্যাক ২০০৬ সাল থেকে মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে নিরাপদ অভিবাসন, বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ, প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14