শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে A-EMPOWER প্রকল্পের আয়োজনে চলচ্চিত্র উৎসব উদযাপন” চাঁপাইনবাবগঞ্জ সদর–৩ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন হারুনুর রশীদ বিজয় দিবস উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪টি বিদেশি পিস্তল ও গোলাবারুদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে প্রবীণদের মাঝে কম্বল বিতরণ শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে বিআরটিএর পুষ্পস্তবক অর্পণ

শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা

  • আপডেটের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলি, এনজিও প্রতিনিধি, অভিভাবক, ছাত্র-ছাত্রী, যুব প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের  সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার মোবারকপুর  ইউনিয়নের নামোটিকরী আলিম মাদ্রাসা মাঠে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্পের বাল্যবিয়ে বন্ধ ও শিশু সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আব্দুল কাদির (সিএফ) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদুল হক হায়দারী, চেয়ারম্যান মোবারকপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-আমিন, সাবেক মেম্বার ও বিশিষ্ট সমাজসেবক, জামালুদ্দিন জেম।

বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, গোলাম মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক, মোবারকপুর উচ্চ বিদ্যালয়। এছাড়া আরো উপস্থিত ছিলেন আনসারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, শফিকুল ইসলাম, প্রভাষক নামোটিকরী আলিম মাদ্রাসা। রেজাউল করিম, সহকারী শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, ইউপি সদস্যগণ, অভিভাবক, ছাত্র-ছাত্রী, হুজুর ও এনজিও কর্মী, সংবাদকর্মীসহ আরও প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনার কার্যক্রম শুরু হয়, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি বিধায় বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

উক্ত অনুষ্ঠানগুলো যদি মাধ্যমিক উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানগুলোতে বাল্যবিবাহ বন্ধের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয় তাহলে এর প্রভাব পুরোপুরি পড়বে।তিনি আরও বলেন বর্তমানে বাল্য বিয়ে অনেকাংশে কমে গেছে তিনি আরও বলেন ইতোমধ্যে শিবগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে কেউ যদি বাল্যবিয়ে দেয় বা সহোযোগিতা করে তবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রেজাউল করিম বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, এই ব্যাধি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং সমাজে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

পরে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন সকল অভিভাবককে সচেতন হতে হবে যেন একটি শিশুও বাল্যবিবাহে শিকার না হয় তিনি বলেন বাল্য বিয়ের সচতনতা বৃদ্ধির জন্য মা সমাবেশ ও উঠান বৈঠকের ব্যবস্থা করতে হবে।

এমএনও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14