মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ বাংলাদেশী যুবক চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বান্দরবান থেকে বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা ও সমাবেশ

রাজশাহীতে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

রাজশাহী : রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। এ সময় ১৯টি চাইনিজ কুড়াল, ১৮টি হাসুয়া, ৫টি কুড়াল, ৮টি বড় ছুরি, ৪টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি, এক রাউন্ড শটগানের রাবার বুলেট, ৪.১৫ কেজি গানপাউডার ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-৫ প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাবের-৫ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি দল বৃহস্পতিবার রাতে জানতে পারে কতিপয় চরমপন্থি ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে তাদের ব্যবহৃত অস্ত্র সরঞ্জামাদি লোকচক্ষুর আড়ালে পরিত্যক্ত অবস্থায় একটি পরিত্যক্ত বাড়িতে ফেলে রেখে গেছে। এরই প্রেক্ষিতে রাত সাড়ে ৩টার দিকে বাগমারা উপজেলার সুলতানপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র বর্তমান পরিস্থিতিকে আরও অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তুলতে কতিপয় সন্ত্রাসী দীর্ঘদিন ধরে সংগ্রহ করে আসছিল। তাদের গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার অস্ত্র বাগমারা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

চাঁপাই এক্সপ্রেস/এমওএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14