ইসমাইল : বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগষ্ট) বিকেলে জেলা শহর বালিগ্রামে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের নিজস্ব ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শপথ বাক্য পাঠ করান কার্যনির্বাহী কমিটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. শাহনেওয়াজ আলী খাঁন পান্না। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য এ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ এবং সম্মানিত সদস্যবৃন্দ।
সমিতির ২০২৫-২৮ মেয়াদে শপথ গ্রহণ করেন নব নির্বাচিত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান তসিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাদিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারুক আলী, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, কোষাধক্ষ আব্দুল হান্নান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল খালিদ। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন এম কোরাইশী মিলু, আব্দুল বারেক, মতিউর রহমান বরজাহান, এ্যাডভোকেট মতিউর রহমান, মোস্তাফিজুর রহমান, রুহুল আমিন, বাদল আলী প্রমুখ।
উল্লেখ্য যে, চলতি মাসের গত ১৮ আগষ্ট বিকেলে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। প্রতি পদে একাধিক প্রার্থী না থাকায় উক্ত প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়।
এসএমকে
Leave a Reply