মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন- নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে এরফান ব্রান্ডের পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন নবাবগঞ্জ সরকারি কলেজে ১৫তম চাঁপাই উৎসব উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের হান্নানের জামিন মুক্তি ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জন আটক চাঁপাইনবাবগঞ্জে A-EMPOWER প্রকল্পের আয়োজনে চলচ্চিত্র উৎসব উদযাপন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রামকৃষ্টপুর এলাকায় বসতবাড়ি থেকে একটি পরিবারকে উচ্ছেদ ও হামলার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বাতেন খাঁর মোড়স্থ একটি অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। লিখিত বক্তব্য পাঠ করেন ক্রয়সূ্ত্রে জমির মালিক ক্ষুদ্র ব্যবসায়ী মো. আকতারুল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছরের আগস্ট মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের রামকৃষ্টপুর এলাকায় ২ কাঠা ১৮ পয়েন্টের বসতবাড়িসহ একটি জমি কিনে নেয়। জমির মালিকরা প্রকৃতপক্ষে পৈতৃক সূত্রে পাওয়া জমিগুলো আমার কাছে বিক্রি করেছিল।

যথাযথ নিয়মকানুন মেনে চরজোতপ্রতাপ মৌজার আরএস দাগ ৯৩৩ ও ৯৩৫ নম্বর দাগের জমিগুলো ক্রয় করি। কেনার পর পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করি। কিন্তু অনৈতিক ও অন্যায়ভাবে আমার জমি ও দোকানঘর দখলের জন্য একটি কুচক্রী মহল নানরকম ষড়যন্ত্র শুরু করে।

এর ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর মাস্তান ও গুন্ডা বাহিনী বসতবাড়ি ও দোকানঘর দখল করতে আসে। এসময় আমার স্ত্রীকে হামলা করে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

তিনি আরও বলেন, সন্ত্রাসী বাহিনী আমার স্ত্রী মোসা. ফাহমিদা সুলতানাকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করে। এমনকি বাড়িতে থাকা মোট ছয় ভরি স্বর্ণালংকার ও ওয়ার ড্রপের উপরের ড্রয়ারে থাকা নগদ ৮ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা লুটপাট করে।

এ ঘটনায় আদালতে মামলা করলে এখনও সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দিচ্ছে। আমি এর ন্যায় বিচার চাই। জমির প্রকৃত মালিক মৃত মেহেদী হাসানের মা ও প্রথম স্ত্রীর দুই সন্তানের কাছ থেকে কিনে নিলেও দ্বিতীয় স্ত্রী ফাতেমা খাতুন পুরোটাই নিজের বলে দাবি করে এই লুটপাট ও মারধরের ঘটনা ঘটিয়েছে বলে জানান আকতারুল। সংবাদ সম্মেলনে আকতারুলের স্ত্রী আহত ফাহমিদা খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম জানান, আদালতে মামলা হয়ে থাকলে তদন্তের জন্য তা আমাদের কাছে আসবে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএমও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14