চাঁপাই এক্সপ্রেস নিউজ : নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে ছিল রেল লাইনের ধারে। বুধবার রাত ১১ টার দিকে বাগাতিপাড়া উপজেলার বড় পুকুরিয়া রেলগেট ও ঠেঙ্গামারা রেলগেট এর মাঝামাঝি পয়েন্টে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়,নিহত ব্যক্তিকে বুধবার রাত ১১ টার দিকে রেল লাইন ধরে হেঁটে যেতে দেখেন।
আজ বৃহস্পতিবার সকালে রেল লাইন সংলগ্ন তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা। ঘটনাস্থলে লাইন সংস্কার কাজে কর্মরত লাইনম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, ঘটনাটি নাটোর রেল স্টেশন মাষ্টার সহ ঈশ্বরদী রেলওয়ে থানায় জানানো হয়েছে।
নাটোর স্টেশন মাষ্টার রেজাউল করিম জানান, খবর পাওয়ার পর ঘটনাটি ঈশ্বরদী রেলওয়ে থানায় অবগত করা হলে সেখানকার পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
Leave a Reply