রবিবার, ১৫ জুন ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক জুয়েল চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় অনলাইন পোর্টাল ‘আলোকিত গৌড়ের’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত শিবগঞ্জে ভাতিজার ছুরির আঘাতে চাচা খুন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় আপন ভাইয়ের হাতে ভাই খুন ঈদ যাত্রা নিরাপদ করতে চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র বিশেষ অভিযান পরিচালনা গোমস্তাপুর ও শিবগঞ্জে পৃথক দুটি ঘটনায় দুইজন নিহত চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র তদারকি অভিযান পরিচালনা নাচোলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদ উপলক্ষে ১০দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম তবে চালু থাকবে ইমিগ্রেশন চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফ সদস্যের অবৈধ অনুপ্রবেশ, স্থানীয়দের হাতে আটক

মেডিকেলে চান্স পেয়েছে মেয়ে, লেখাপড়ার খরচ নিয়ে দুশ্চিন্তা কাটছে না দিনমজুর বাবার

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

রাজশাহী থেকে : দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী কারিমা খাতুন এবারের মেডিকেলে ভর্তি পরীক্ষায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন। কারিমা রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের আলীপুর গ্রামের আব্দুল করিম মন্ডলের মেয়ে। কারিমার এমন সাফল্যে এলাকাবাসীও অনেক খুশি।

জানা যায়, কারিমা খাতুন ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৮ স্কোর নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন। কারিমার মেরিট পজিশন ২১২৬। তিনি ২০২১ সালে দুর্গাপুর উপজেলা বেলঘরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২৩ সালে রাজশাহী শাহ মখদুম কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এসএসসি ও এইচএসসিতে জিপিএ- ৫ পান তিনি।

কারিমার বাবা আব্দুল করিম মন্ডল বলেন, আমার দুটি সন্তান একটি মেয়ে, একটি ছেলে। ছেলেটি শারীরিক প্রতিবন্ধী। সে হুইলচেয়ার ছাড়া চলতে পারে না। ছেলেটিও এইচএসসি পাস করেছে। আমি একজন দরিদ্র মানুষ দিন এনে দিন খাই। পরের জমিতে কামলা (কাজ করি) দেই। খুব কষ্ট করে সংসার চালাতে হয়। তারপরও দুই সন্তানকে লেখাপড়া করাতে কমতি রাখিনি।

তিনি বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি এবং আমার সন্তানদের শিক্ষকদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। মেয়েটা আমার অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছে। সবাই তার জন্য দোয়া করবেন। মেয়ে যেন বড় ডাক্তার হয়ে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে। তবে দুশ্চিন্তায় আছি তার লেখাপড়ার খরচ জোগাতে পারব কি না। তিনি সচ্ছল ব্যক্তিদের কাছে সম্ভব হলে সহযোগিতা কামনা করেছেন।

মেধাবী শিক্ষার্থী কারিমা খাতুন বলেন, বাবা পেশায় দিনমজুর হলেও নিজে কখনও লজ্জাবোধ করি না। নিজেকে ছোট ভাবি না। কারণ বাবা সৎভাবে কাজ করে টাকা উপার্জন করে। আমরা দুই ভাইবোন। আমি ছোট, বড় ভাই আমার শারীরিক প্রতিবন্ধী ডিএমডি রোগে আক্রান্ত হুইলচেয়ার ছাড়া চলতে পারে না। এই রোগের চিকিৎসা এখনো আসে নাই। তারপরও ভাই আমার প্রতিবন্ধী হয়েও লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। আমরা একই সঙ্গে লেখাপড়া করেছি সেও ২০২১ সালে এসএসসিতে ৪.৭৫ এবং এইচএসসি তে ৪.০০ জিপিএ পেয়েছেন।

তিনি বলেন, আমি একজন ভালো ডাক্তার হয়ে সবার পাশে থাকতে চাই। বাবা-মায়ের স্বপ্নপূরণ করতে চাই। প্রতিবন্ধী ভাইয়ের চিকিৎসা করাতে চাই। আমার বড় ভাইয়ের স্বপ্ন ছিল একজন ডাক্তার হবে এবং সে আমাকে সব সময় সাহস জোগাত, আজ আমি আল্লাহর রহমতে ভাইয়ের সাহসের জোগানোর কারণে এত দূরে আসতে পেরেছি।

নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম জানান, কারিমা মেডিকেলে চান্স পাওয়ার কারণে আমরা অনেক খুশি। কারিমা অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। তার বাবা একজন দিনমজুর। মানুষের কাজ করে তার বাবা সংসার চালান এবং ছেলেমেয়েকে লেখাপড়া করান। আমরা এলাকাবাসী হিসেবে দোয়া করি কারিমা যেন বড় ডাক্তার হতে পারে এবং এলাকাবাসীসহ দেশবাসীর সেবা করতে পারেন।

চাঁপাই এক্সপ্রেস/এসএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14