চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিনদিন পর পলাশ হালদার নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নয়ানগর এলাকার একটি সরিষাক্ষেত থেকে গলায় মাফলার পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। পলাশ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর এলাকার লাকফোড় হালদারের ছেলে।
স্বজন ও পরিবার সূত্রে জানা যায়, গেল বুধবার সকালে জেলা সদর থেকে পলাশ যাত্রীসহ অটোরিকশা নিয়ে আমনুরা যায়। সেখানে তার বাবার সঙ্গে দেখা করে দুজন যাত্রী নিয়ে আবার চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে আসার পথে নিখোঁজ হন পলাশ। পরে তার কোনো খোঁজ-খবর না পেয়ে পরের দিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পলাশের পরিবার থানায় জিডি করেন।
আজ নয়ানগর এলাকায় একটি সরিষাক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পলাশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সদর মডেল থানার ওসি রইস উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্যই পলাশকে গলায় মাফলার পেঁচিয়ে এবং শরীরের বিভিন্ন অংশে জখম করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং অটোরিকশাটি উদ্ধার ও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।
চাঁপাই এক্সপ্রেস/একেও
Leave a Reply