বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ বাংলাদেশী যুবক চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বান্দরবান থেকে বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ সাংবাদিক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

চাঁপাইনবাবগঞ্জে আজহারীর মাহফিল শেষে থানায় জিডির হিড়িক, আটক ৮ মহিলা

  • আপডেটের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে গিয়ে মোবাইল ফোন, স্বর্ণের চেইন এবং মোটর সাইকেল চুরির শিকার হয়েছেন বেশ কয়েকজন। তাদের অনেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) জাবালুন নূর ফাউন্ডেশনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড-সংলগ্ন মাঠে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। সেই মাহফিলের প্রধান অতিথি ছিলেন আজহারী।

মাহফিল শেষ হওয়ার পর শনিবার রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত থানায় ১৯টি জিডি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরও অনেকে জিডির প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ শহরের নামো-টিকরামপুর এলাকার বাসিন্দা মাহফুজা বেগম বলেন, “০১ নং মহিলা প্যান্ডেলে মাহফিল শুনতে গিয়েছিলাম। সেখানে হুড়াহুড়িতে আমরা পড়ে যাই। সে সময় ভিড়ের মধ্যে কেউ আমার গলা থেকে প্রায় সাত আনা স্বর্ণের চেন চুরি করে নেয়। তাই থানায় এসেছি জিডি করতে। পুলিশ প্রশাসনের কাছে দাবি, স্বর্ণের চেন যেন দ্রুত উদ্ধার করে দেয়।”

মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক নুরুল ইসলাম বলেন, “আমাদের মাহফিল কমিটির মূল মাঠে গ্রিন রুমের সামনে আমার মোটরসাইকেল রেখেছিলাম। মাহফিল শেষে আমি বাড়িতে গিয়েছিলাম। পরে পৌনে ছয়টার দিকে এসে দেখি গ্রিন রুমের সামনে রাখা আমার মোটরসাইকেলটি আর নেই। এখন থানায় জিডি করতে এসেছি।”

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকবহরমপুর এলাকার বাসিন্দা মাসিদুল ইসলাম বলেন, আজহারী হুজুরের মাহফিল শোনার জন্য সকাল ০৭ টার দিকে মাহফিল প্যান্ডেলে গিয়েছিলাম। বক্তব্য ভিডিও করার জন্য ফোন বের করেছিলাম এবং সেখানে অনেক ধাক্কাধাক্কি হয়। পরে আমি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম এবং বন্ধুকে ফোন দেওয়ার জন্য পকেটে হাত দিলে দেখি ফোন নাই। আমি থানায় এসে জিডি করলাম। আশা করছি ফোন দ্রুত উদ্ধার হবে।”

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, “থানায় অনেকে এসেছে চুরির বিষয়ে জিডি করতে। তবে মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার বিষয়ে জিডি নেওয়া হচ্ছে এবং স্বর্ণের অলংকার চুরি বা হারিয়ে যাওয়ার বিষয়ে নিয়মিত মামলা দায়ের প্রকিয়াধীন আছে। এছাড়া আমরা ০৮ জন মহিলা আটক করেছি। জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। তাদের বিষয়েও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

চাঁপাই এক্সপ্রেস/ঢাকা পোস্ট

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14