মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ বাংলাদেশী যুবক চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বান্দরবান থেকে বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা ও সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সংবর্ধনা ও ইফতার মাহফিল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ : ল’ইয়ার্স কাউন্সিলর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে “রমাদানের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা ল’ইয়ার্স কাউন্সিলের সহ-সভাপতি এ্যাড. মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. মতিউর রহমান আকন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় উপদেষ্টা ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মো: নুরুল ইসলাম বুলবুল।

প্রধান অতিথির বক্তব্যে, এ্যাড. মো: মতিউর রহমান আকন্দ বলেন, “এই রমজান মাসে আমাদের কুরআনের শিক্ষা গ্রহণ করতে হবে। পৃথিবীতে বহু পরিবর্তন এসেছে। কিন্তু মানুষের প্রকৃত কল্যাণের পরিবর্তন আসেনি। ধর্মনিরপেক্ষতাবাদ ও সমাজতন্ত্র মানুষকে সঠিক পথ দেখাতে ব্যর্থ হয়েছে। একমাত্র আল-কুরআনই সত্য ও সঠিক পথ দেখিয়েছে। তাই আমাদের জীবন কুরআনের আলোকে পরিচালিত করা উচিত।”

তিনি আরও বলেন, “চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে। তারা আশা করি যথাযথভাবে দায়িত্ব পালন করবে। তারা সিম্পোজিয়াম ও সেমিনারের মাধ্যমে আইনজীবী সমিতিকে আরও উজ্জীবিত রাখবে।”

বিশেষ অথিতি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মো: রফিকুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র মো: নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো: গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের জেলা সভাপতি এ্যাড. ইসাহাক আলী, সেক্রেটারি এ্যাড. মাসির আলি, এ্যাড. নূরে আলম সিদ্দিকী (আসাদ), এ্যাড. শফিক এনায়েতুল্লাহ।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলার আইনজীবী, সুশীল সমাজের ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁপাই এক্সপ্রেস/ওআ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14