ফয়সাল আহমেদ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডের আরামবাগ এলাকার একটি সামাজিক সংগঠন ‘আরামবাগ হৃদয়ে আমরা’ কতৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৮ টায় আরামবাগ কাঠফাঁড়া মিলের পার্শ্বে মাঠে ঈদ পূর্ণমিলনী-২০২৫ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘আরামবাগ হৃদয়ে আমরা’ এর সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াফি, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক তারিক রহমান (পলাশ), প্রচার সম্পাদক উজির আলী, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, কোষাধ্যক্ষ আব্দুল বাঈদ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
উদ্বোধনী খেলায় আকমাম একাদশ ও তাহমিদ একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে তাহমিদ একাদশ বিজয়ী হয়।
‘আরামবাগ হৃদয়ে আমরা’ কতৃক আয়োজিত ঈদ পূর্ণ মিলনী নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে আরামবাগ এলাকার সকল ক্রিকেট প্রেমিদের মোট ৮টি দলে বিভক্ত করে এই খেলার আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টে আকমাম একাদশ, তাহমিদ একাদশ, বাঈদ একাদশ, রিপন একাদশ, নাইম একাদশ, ফরহাদ একাদশ, পলাশ একাদশ ও সজিব একাদশ মোট ৮টি দল অংশগ্রহণ করেছে।
১এপ্রিল শুরু হওয়া এই ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল ২এপ্রিল ফাইনাল খেলার মাধ্যমে শেষ হবে।
চাঁপাই এক্সপ্রেস/আরএস
Leave a Reply