নিজস্ব প্রতিবেদক : দেশে রাজনৈতিক পালা বদলে বিগত বছর গুলোর তুলনায় এবারের রমজান মাস ও পবিত্র ঈদ-উল-ফিতর স্বস্তিতে ও শান্তিপূর্ণ ভাবে কাঁটিয়েছে চাঁপাইনবাবগঞ্জবাসী।
বিগত কয়েক বছরে রমজান মাসে জেলার বাজার গুলোতে দ্রব্যমূল্য চড়া থাকলেও এবারের রমজান মাসে দ্রব্যমূল্য ছিলো সাধারণ জনগণের হাতের নাগালে। বিভিন্ন শাক-সবজি, মাছ ও মাংসের বাজারে ছিলো স্থিতিশীলতা। প্রশাসন ও ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে জেলার গুরুত্বপূর্ণ বাজার গুলোতে ছিলো কড়া নজরদারি।
এছাড়াও পবিত্র ঈদ-উল-ফিতর কে কেন্দ্র করে জেলা পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে ছিলো বিশেষ উদ্যোগ। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ছিলো বিশেষ টহল দল, গোয়েন্দা নজরদারি সহ ট্রাফিক ব্যবস্থাও ছিলো জোরদার। যার ফলে ভয়াবহ কিশোর গ্যাংয়ের দাপট, বখাটে ছেলেদের আনাগোনা, হত্যা কিংবা ইভটিজিং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটতে দেখা যায়নি।
তবে বিগত বছর গুলোতে রমজান মাসে ও ঈদের দিনে চাঁপাইনবাবগঞ্জ শহরে ও জেলা শহরের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান মহানন্দা ব্রীজ এলাকায় প্রকাশ্যে হত্যার ঘটনা ঘটেছিলো। দর্শনার্থীদের আনাগোনা বেশি থাকলেও প্রকাশ্যে হত্যা, ইভটিজিং, চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটার কারণে জনমনে এক প্রকার আতঙ্ক ও অস্বস্তি দেখা দিয়েছিলো।
কিন্তু এবার ঈদে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান গুলোতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকায় দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাফেরা ও উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
জেলার বিভিন্ন মহলে আলোচনা রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট পরির্বতনের কারণেই এমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিলো চাঁপাইনবাবগঞ্জে। কারণ বিগত সরকারের রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় থাকায় বিভিন্ন অপরাধ করেও পার পেয়ে যেতো দুষ্কৃতিকারী’রা। যার ফলে বিগত কয়েক বছরে প্রতি ঈদে ভয়াবহ অপরাধ সংঘটিত হতো চাঁপাইনবাবগঞ্জে।
কিন্তু এবার সে সুযোগ না থাকায় কেউ বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটানোর সাহস পায়নি। তাই এবারের রমজান মাস ও পবিত্র ঈদ-উল-ফিতর স্বস্তিতে ও নির্বিঘ্নে কাঁটিয়েছে চাঁপাইনবাবগঞ্জবাসী।
চাঁপাই এক্সপ্রেস/এআ
Leave a Reply