এক্সপ্রেস ডেস্ক : সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে একযোগে এ পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর ১টা পর্যন্ত।
প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় ৯৫ হাজার কম। গত বছর পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।
পরীক্ষার বিস্তারিত চিত্র: সাধারণ শিক্ষা বোর্ড: ১৪ লাখ ৯০ হাজার ৯৩১ জন, ছাত্র: ৭ লাখ ১ হাজার ৯৫৩, ছাত্রী: ৭ লাখ ৮৮ হাজার ৯৭৮, মাদ্রাসা বোর্ড: ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন, ছাত্র: ১ লাখ ৫০ হাজার ৮৯৩, ছাত্রী: ১ লাখ ৪৩ হাজার ৮৩৩, কারিগরি শিক্ষা বোর্ড: ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন, ছাত্র: ১ লাখ ৮ হাজার ৩৮৫, ছাত্রী: ৩৪ হাজার ৯২৮।
দেশজুড়ে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে আগামী ১৩ মে পর্যন্ত।
পাঁচ বছরে পরীক্ষার্থীর সংখ্যা: ২০২১: ২২ লাখ ৪০ হাজার ৩৯৫, ২০২২: ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭, ২০২৩: ২০ লাখ ৭২ হাজার ১৬৩, ২০২৪: ২০ লাখ ২৪ হাজার ১৯২, ২০২৫: ১৯ লাখ ২৮ হাজার ৯৭০।
পরীক্ষার পরিবেশ নিশ্চিতে কড়াকড়ি-
এবার প্রশ্ন ফাঁসমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। বিদ্যুৎ বিভ্রাট রোধে কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগকে।
পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীও সক্রিয় রয়েছে। ঢাকা মহানগর এলাকায় পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি। এই সময় ১৪৪ ধারা জারি থাকবে, যা কেন্দ্রভেদে সামান্য ভিন্ন হতে পারে।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাই এক্সপ্রেস/এনন
Leave a Reply