চাঁপাই এক্সপ্রেস ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ থেকে এবছর চলবে না কোরবানির পশু ও আম পরিবহনের জন্য বিশেষ ট্রেন। চাহিদা না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এবার আম বহন করা হবে আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেসের লাগেজ ভ্যানে।
সোমবার (২৬ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মো. আবদুল আউয়াল ভুইয়াঁ।
আবদুল আউয়াল ভুইয়াঁ বলেন, খামারিদের চাহিদা না থাকায় এবার কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে আম পরিবহনের জন্য ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে চলাচল করা আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেসে লাগেজ ভ্যানে আম পরিবহণ করা হবে। এতে ম্যাংগো স্পেশাল ট্রেনের চেয়েও দ্রুত সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের আম ঢাকায় পৌঁছানো সম্ভব হবে।
তিনি বলেন, আম পরিবহনের জন্য বনলতা এক্সপ্রেসে ৪-৫টি লাগেজ ভ্যান যুক্ত করার পরিকল্পনা আছে। আমরা আশা করছি এই লাগেজ ভ্যানের মাধ্যমেই চাঁপাইনবাবগঞ্জ থেকে বুকিং হওয়া সব আম সংরক্ষণ করা সম্ভব। এ জন্য আলাদা বিশেষ ট্রেন চালুর প্রয়োজন হবে না।
২০২০ সালে প্রথমবারের মতো চালু হয় ম্যাংগো স্পেশাল ট্রেন। পরপর ৫ বছর বিশেষ এই ট্রেনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে আম আমদানি করা হয়। অন্যদিকে ২০২২ সাল থেকে কোরবানির পশু পরিবহনের জন্য চালু করা হয় কয়েকটি স্পেশাল ট্রেন। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, আগের বছরগুলোতে দুটি ট্রেনই লোকসান দিয়ে চালাতে হয়েছিল।
চাঁপাই এক্সপ্রেস/পিএএও
Leave a Reply