গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর নদীতে গোসল করতে নেমে ইয়াসিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নামোকাঞ্চনতলা এলাকা (মহানন্দা নদী) থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
রহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহতাব উদ্দিন জানান, উপজেলার আলিনগর ইউনিয়নের মৃত বাইরুল ইসলামের ছেলে ইয়াসিন আলী (২০) সোমবার সকালে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। পরে সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
চাঁপাই এক্সপ্রেস/তুহিন
Leave a Reply