চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে সাবেক বৈষম্যবিরোধী ছাত্রনেতার বক্তব্যে বাধা দেয়াকে কেন্দ্র করে হট্টগোল ও ধস্তধস্তির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভা চলছিল। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য বিলুপ্ত জেলা কমিটি সদস্য সচিব সাব্বির আহমেদকে বক্তব্য দেয়ার জন্য ডাকা হয়। এ সময় বক্তব্য দিতে বাধা দেয় আরেক জুলাইযোদ্ধা ইসমাঈল হক সিরাজীসহ তার সমর্থকরা। এ নিয়ে সাব্বির ও ইসমাঈলের সমর্থকদের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তি হয়। উদ্ভুত পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ অনুষ্ঠান বন্ধ রাখা হয়। পরে জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরে সাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তালিকায় ভূয়াদের নাম অন্তর্ভূক্ত করার প্রতিবাদ করায় একাংশ ক্ষুব্ধ হয়েছে তার উপর। এরই জের ধরে জুলাই গণঅভ্যুত্থানে অনুষ্ঠানে তাকে বক্তব্য দিতে বাধা দেয়া হয়। অন্যদিকে ইসমাঈল হক সিরাজী দাবি করেছেন, গত বছরের ৫ আগস্টের আগে জুলাইযোদ্ধাদের যে তালিকা করা হয়েছিল সেটি পরে বদলে যায়। নতুন তালিকা করে জুলাইযোদ্ধাদের যাবতীয় সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। এর প্রতিবাদে সাব্বিরকে বক্তব্য দিতে বাধা দেয়া হয়েছে।
এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও জেলা প্রশাসক আব্দুস সামাদ ফোন ধরেন নি।
এসওকে
Leave a Reply