ইসমাইল : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সমাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা বলেন, তুহিন হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত সব ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সারাদেশের সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও হত্যার ঘটনায় দ্রুত বিচারের জন্য একটি আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাবেক সভাপতি শহিদুল হুদা অলক এবং সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ।
মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এসএমকে
Leave a Reply