সদর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রমজান আলী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শহরের ১৪নং ওয়ার্ডের চাঁদলাই মহল্লার গোলাব আলীর ছেলে।
শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের রেহাইচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, শহরের নামোশংকরবাটি এলাকার ব্যবসায়ী তরিকুল ইসলাম ওরফে টি ইসলামের (৬৪) দায়েরকৃত মামলার ভিত্তিতে রমজানকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্যবসায়ী অভিযোগ করেছেন, তিনি শহরের ১০নং ওয়ার্ডের নয়নশুকা এলাকায় একটি ফিলিং স্টেশন নির্মাণ শুরু করলে গত ১ অক্টোবর রাত ১০টার দিকে রমজান ৪/৫ জন সহযোগীসহ ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় ব্যবসায়ী তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানান। পরে গত ৫ অক্টোবর রাত ৯টায় ওই ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও ক্ষতিসাধন করে রমজান ও তার সহযোগীরা। এ সময় সে হুমকি দেয়, তাকে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়া পর্যন্ত ওই স্থানে কিছুই করতে দেওয়া হবে না।
এ ঘটনায় ব্যবসায়ী শনিবার মামলা করলে পুলিশ রমজানকে গ্রেপ্তার করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু হয়েছে।
এমএমকে
Leave a Reply