শিবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়েছেন সোহেল রানা নামে এক যুবক। রবিবার (২৬ অক্টোবর) রাতে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে দিয়ে ভারতে গিয়ে নিখোঁজ হোন তিনি।
জনপ্রতিনিধিসহ স্থানীয় সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে বিজিবি বলছে, বাংলাদেশি নিখোঁজ ঘটনাটি তারা স্থানীয়দের কাছ থেকে জেনেছেন। তবে বিজিবি ঘটনার সত্যতা নিশ্চিত করেনি।
নিখোঁজ সোহেল রানা শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের রামনাথপুরের মইনুল ইসলামের ছেলে।
দুর্লভপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান ও স্থানীয়রা জানান, সোহেল তার কয়েকজন সহযোগীর সঙ্গে রোববার রাতে ভারতে যান গরু আনতে। বাকীরা ফিরলেও সোহেল ফিরে আসেন নি। তার ভাগ্যে কী ঘটেছে তা কেউ জানে না। অবৈধপথে ভারতে যাওয়ায় বিষয়টি তার পরিবার ও স্থানীয়রা গোপন রাখেন।
সোমবার (২৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে এক বাংলাদেশি নিখোঁজের ঘটনাটি স্থানীয়রা বিজিবিকে জানিয়েছে। তবে ঘটনাটি কতটুকু সত্য তা আমরা নিশ্চিত নয়। স্থানীয়দের কাছ থেকে জানার পর বিষয়টি বিএসএফের সঙ্গে কথা বলেছে বিজিবি। কিন্তু বিএসএফ ঘটনা অস্বীকার করেছে।
এমজেএম
Leave a Reply